Ads block

Banner 728x90px

✅ Digital Marketing Content 📢


  ডিজিটাল মার্কেটিং বিস্তারিত -📢



১) ডিজিটাল মার্কেটিং কি? 

উত্তর : ডিজিটাল মার্কেটিং হলো ইন্টারনেটকে ব্যবহার করে গুগল এবং সোস্যাল মিডিয়ার মাধ্যমে পন্য অথবা সেবার প্রচার করার প্রক্রিয়া। 

***Youtube কিনবা অন্যান্য সোস্যাল মিডিয়া গুলো যখন আমরা ব্যবহার করি তখন লক্ষ্য করে দেখবেন যে - ইউটিউব / ফেসবুক ভিডিওর মাঝে (৫- ৬০) সেকেন্ডের এড চলে আসে আবার ব্লগসাইট, আরটিকেলসাইট কিনবা ওয়েবসাইট গুলোতে আমরা বিভিন্ন কোম্পানির লোগো এড দেখতে পাই। এতক্ষণ আলোচিত এসকল এড দেওয়ার সিস্টেম গুলোই ডিজিটাল মার্কেটংয়ের বাস্তব উদাহরণ। তবে ডিজিটাল মার্কেটিংয়ের পরিসীমা অনেক ব্যাপক। ***

কেনো ডিজিটাল মার্কেটিং গুরুত্বপূর্ণ ? 

** সময়ের বিবর্তনে আজ আমাদের মার্কেটিং কৌশল পরিবর্তন হয়েছে,  কেননা আমরা জানতে পারি যে ৯০ দশকে আমরা আমাদের পন্য কিনবা সেবার প্রচারণার জন্য। TV( Television) Channel এবং পেপার পত্রিকার উপর নির্ভর করতে হতো।  আবার দেখা যাচ্ছে ঐ সময় সঠিক প্রচারণার জন্য বিশাল একটি অর্থের বাজেট রাখতে হতো। তৎকালীন মার্কটিংয়ের মাধ্যমগুলো ছিলো - টিভি, নিউজ পত্রিকা, ব্যানার, পোষ্টর, সরাসরি কোন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রোগ্রাম করা ইত্যাদি। 

★ কিন্তু বর্তমান বিশ্ব আজ ইন্টারনেটের কল্যাণে মার্কেটিংয়ের দ্বারা পরিবর্তন হয়েছে, বিশ্বে আজ প্রায় ৩৬৫ দেশে, ৫০% মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। এর মাঝে আমাদের বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী ৬২% ( ১০ কোটি), যেখানে দেখাযাচ্ছে আমাদের দেশের বিশাল একটি জনগোষ্ঠী ইন্টারনেট তথা সোস্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত। তাই এই বিশাল নেটওয়ার্ক সিস্টেমটাকে কাজে লাগিয়ে আজ আমরা আমাদের পন্য এবং সার্ভিসকে খুব সহজে এবং তুলনামূলকভাবে কম খরচে প্রচার করতে পারছি। 

★ দেখাযাচ্চে দিন দিন এই ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে। কেননা এখন ইন্টারনেটের মাধ্যমে দেশের সীমা পেরিয়ে গ্লোবালি আমরা আমাদের বিজনেস ও সার্ভিসকে পৌঁছে দিতে পারছি। এতে আমাদের সময় এবং অর্থ দু'টি-ই সাশ্রয় হচ্ছে। 

★ ডিজিটাল মার্কেটিং কাজের কিছু টপিক নিম্নে দেওয়া হলো। 

১) ফেইসবুক মার্কেটিং,

২) ইউটিউব মার্কেটিং,

৩) ইন্সটাগ্রাম মার্কেটিং,

৪) লিন্কডিইন মার্কেটিং,

৫) কোরা মার্কেটিং,

৬) লিন্ক বিল্ডিং, 

৭) বুক মার্কিং,

৮) ক্লাসিফাইড পোস্টিং, 

৯) ইমেইল মার্কেটিং,

১০) অ্যাফিলিয়েট মার্কেটিং, 

১১) লিড জেনারেশন, 

১২) ভার্চুয়াল এ্যাসিস্ট্যান্ট, 

১৩) এস ই ও মার্কেটিং,

১৪) ওয়েব রিসার্চ, 

১৫) ইত্যাদি। 

* তবে গুরুত্বপূর্ণ টপিক গুলো লিখা হয়েছে। 

ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ কি? 

* ইন্টারনেটের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং বর্তমানে যেকোন টাইপের বিজনেস হউক না কেনো অবশ্যই সেটার অগ্রগতির জন্য ডিজিটাল মার্কেটিং প্রয়োজনিয়তা রয়েছে না-হয় সে মার্কেটে টিকে থাকতে পারবেনা। 

*বলা যায় আগামী প্রজন্ম হচ্ছে তথ্য প্রযুক্তির তাই যে বা যারা এই তথ্য প্রযুক্তির সাথে সাথে নিজেকেও আপডেট করবে তারা অবশ্যই কম্পিটিশনে অন্যদের চেয়ে এগিয়ে থাকবে। 

★ ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং। 

* ইতিমধ্যে অনেকেই নিজের দেশে থেকেই বাহিরের অনেক ভালো ভালো কোম্পানিতে কাজ করছেন একজন ফ্রিল্যান্সার হিসেবে। এতে দেশের বিশাল একটি জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এবং এই ফ্রিল্যান্সিং সেক্টরের মান ও গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে।  কেননা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী ইতিমধ্যে ফ্রিল্যান্সারদের জন্য, ফ্রিল্যান্সিং পেশাকে সম্মানিত করার জন্য আইডি কার্ডের অনুমোদন দিয়েছেন। 

★ ইউরোপ, আমেরিকার লোকজন যদি তাদের দেশের লোকদের দিয়ে কাজ করায় সেক্ষেত্রে তাদের খরচ বেশি পরে যায়, তাই তারা বিশ্বের অন্যান্য দেশের  ফ্রিল্যান্সারদেকে হায়র করেন এবং তুলনামূলক ভাবে এতে তাদের অর্থ ও সময় দুটিরই সাশ্রয় হয়। কিন্তু তাদের তুলনায় আমাদের লাভ বেশি, তাহলে বুঝতেই পেরেছেন এই কাজের গুরুত্ব কতটুকু। 

 মনে রাখবেন :

( কাজ শিখতে হবে সম্পুর্ন প্রফেশনাল ভাবে এবং এক্সপার্ট লেভেলের কাজ জানতে হবে আর ইংরেজিতে অবশ্যই দক্ষতা থাকতে হবে। কেননা আপনার কম্পিটিটর অলরেডি এক্সপার্ট  ) 


( যদি লেখাটি পড়ে একটু উপকৃত হয়ে থাকেন বা নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 

নিয়মিত এরকম ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং এর উপর টিপস পেতে আমাদের সাথেই থাকুন প্রিয়। 

""আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং ফ্রিল্যান্সার"" 

★Never Stop learning with an expert :


*** Keep learning dear ***📲

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Best View

মোবাইল দিয়ে ভিডিও বানিয়ে আয় করুন

  YouTube + Facebook থেকে মোবাইল দিয়ে ভিডিও বানিয়ে আয় করুন 💦👉💥আসসালামু আলাইকুম প্রিয়, আপনিকি ফেইসবুক + ইউটিউব থেকে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়...